Pages

Wednesday, April 15, 2020

HOW TO WRITE A PERFECT CV | In bengali





HOW TO WRITE A PERFECT CV:
কিভাবে ভালো  সিভি লিখবো তার ফরম্যাট কেমন হবেঃ

Your professional
Picture.
 


    এখানে আপনাকে   নিজের ফর্মাল পোশাকে , একটি ছবি দিতে হবে , যেটি প্রয়োজন মাফিক সাদা  রঙ্গিল হতে পারে এবং যার পেছনে অংশ সাদা হওয়া জরুরী, যেন অন্য কোন দৃশ্য মান ছবি না থাকে। ছবিতে যেন  আপনি সোজা সুজি ভাবে ক্যামেরা দিকে চেয়ে থাকেন এবং একটু হাসি মুখে কিন্তু দাঁত যেন না বার হয়। আর গালে কোন চিন্তা বা অপ্রত্যাশিতভাব না থাকে, একটু আত্মবিশ্বাসী ভাব থাকলে ভাল হয়, আপনার ছবি অনেকখানি বিশিষ্টও প্রকাশ করে জানবেন।



YOUR NAME IN CAPITAL
এই অংশটিতে আপনার ১০ম শ্রেণির পরীক্ষার প্রবেশ পত্রের নামের বানান অনুযায়ী সম্পূর্ণ নাম থাকা জরুরী।
ঠিকানাঃ ( শহর, পিন, রাজ্য, পোস্ট)               ইমেইল ঃ                                                                 যোগাযোগ ঃ

--------------------------------------------------------------------------------------------------------------------------
আপনার সম্পর্কে প্রয়োজনীয় কথা যেটি ওই চাকরি সাথে মিল আছে সেইসমস্ত গুন উল্লেখ করে বলবেন, সাথে আপনার শেষ শিক্ষাগত যোগ্যতা কিম্বা আপনি এখন কি নিয়ে পড়ছেন, কিম্বা কোথায় কি স্থানে চাকরি করছেন.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------.
Education

শেষ ডিগ্রি  
তার ইউনিভার্সিটি নাম
প্রাপ্ত 
নম্বর শতকরা                                                                                                                      সাল


তার আগের ডিগ্রি  
তার ইউনিভার্সিটি নাম
প্রাপ্ত নম্বর শতকরা                                                                                                              সাল


                                                                                                                                   
তার ডিগ্রি  
তার ইউনিভার্সিটি নাম
প্রাপ্ত নম্বর শতকরা                                                                                                              সাল



Technical Skills
বুলেট ব্যবহার করে আপনার যান্ত্রিক যেসকল দক্ষতা আছে সেই চাকরি সম্পর্কিত সেগুলি
একে একে উল্লেখ করবেন, সেটা কম্পিউটার বা কোন ভাষা বা বিশেষ কাজ যা কম্পিউটার কোন সফটওয়্যার বিষয়ে পারদর্শিতা। জানবেন আপনার ভেতরে যত বেশি সংখ্যক স্কিল থাকবে আপনার প্রতি একটা আলাদা একটা  জায়গা তৈরি হবে ইন্তারভিউইয়ার মনে।

Internships

চেষ্টা করবেন আপনি ভবিষ্যতে যে কর্মক্ষেত্রে যাবেন তার পরিবেশ আগে শিক্ষারত অবস্থাই কিছু দিনের জন্য গ্রীষ্ম অথবা শীতে কিম্বা পরীক্ষার শেষ যে ছুটি থাকে সেই সময়ই ঘুরে আস্তে শুধু তাই নয়, তাদের ওয়েবসাইট মেইল করে আগে একটা প্রোজেক্ট করে আসবেন,  INTERNSHIP কোনও টাকা না পেলেও করবেন, জানবেন আপনার প্রোফাইল তৈরি  হবে।

সেগুলি এখানে উল্লেখ করবেন।



Academic Projects              

আপানার নিজের কলেজে চেষ্টা করবেন স্যার দের অনুগত্তে কোনও প্রোজেক্ট করবার। সেটি এখানে উল্লেখ করবেন।

Trainings & Workshops
এটা সবার হইত সুযোগ হয়না, তাও  ENGINEERING লাইনে থাকলে অবশ্যই করার চেষ্টা করবেন।


Achievements
আজ পর্যন্ত কোনও পুরস্কার বা রাজ্য কিম্বা জাতিও কোনও সন্মান বা পরীক্ষা স্থান পেলে উল্লেখ করবেন।

Extra-curricular Activities
    এখানে আপনি আপনার স্কিলফুল হব্বিস গুল লিখাবেন বুলেট বাবহারকরে, কথাও কোনও
Personal development, spoken English, foreign language, animation, graphic design, research related , blogging. Article writing কিছু করলে জানাবেন।


 আশাকরি আমি আপনাকে বোঝাতে পেরেছি, এর পরেও জিজ্ঞাসা থাকলে আমাকে 
instragram যোগাযোগ করতে পারেন।
সিভি ফরম্যাটটি ডাউনলোড লিঙ্ক নীচে দিয়া দিলাম আপনি আশাকরি এখন নিজে লিখতে
সক্ষম হবেন।

CV DOWNLOAD LINK



No comments:

Post a Comment